ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


তাইওয়ান ঘিরে চীনের ৫৭ যুদ্ধবিমান ও ৪ যুদ্ধজাহাজের মহড়া


১১ জানুয়ারী ২০২৩ ০০:৪৩

তাইওয়ান ঘিরে আবারও মহড়া শুরু করেছে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে ৫৭ যুদ্ধবিমান ও চার যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। চীনের এই তৎপরতাকে উসকানিমূলক বলেও আখ্যা দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাইওয়ানের দাবি— এর মধ্যে ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। খবর আলজাজিরার।

সোমবার এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, তাইওয়ান এক বিবৃতিতে এই মহড়ার নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, চীনের এই মহড়া গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো।

প্রসঙ্গত, তাইওয়ান দ্বীপ নিয়ে ভূখণ্ডটির সঙ্গে চীনের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালির পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।

আইকে