ব্রাজিলের কংগ্রেস, রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টে হামলা

ব্রাজিলের কংগ্রেস, রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা এ হামলা করেন।
ব্রাজিলে গত বছর কট্টর দক্ষিণপন্থী বোলসোনারোকে হারিয়ে ক্ষমতায় আসায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বামপন্থী লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।
তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাষ্ট্রপতি ভাবন, সুপ্রিম কোর্ট ও কংগ্রেস ভবনে হামলার নেপথ্যে যারা আছেন, তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে।
প্রসঙ্গত, রোববার ব্রাসিলিয়ায় যখন এ হামলা হয়, প্রেসিডেন্ট লুলা সেখানে ছিলেন না। রাজধানী থেকে দূরে কর্মসূত্রেই সাও পাওলো গিয়েছিলেন তিনি।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার বিক্ষোভকারী ব্রাজিলের হলুদ, সবুজ পতাকা নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে এগোচ্ছেন। কর্তৃপক্ষের নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা ঢুকে যাচ্ছেন ভবনের ভেতর। কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন রাষ্ট্রপতি ভবনের ছাদে।
আইকে