ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ৫


৯ জানুয়ারী ২০২৩ ০২:৫১

তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন আরও ১০ জন।

রবিবার তিউনিসিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা জানান, তিউনিসিয়া উপকূলের স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটা থেকে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় আরও ২০ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।

জানা গেছে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশায় পাড়ি জমাচ্ছিলেন তারা।

আইএমও’র তথ্য অনুযায়ী, উন্নত জীবনের প্রত্যাশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার সময় ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

আইকে