ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রান্ট শেপস


২০ অক্টোবর ২০২২ ২২:০৭

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন টোরি নেতা গ্রান্ট শেপস।

এর আগে হঠাৎই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন সুয়েলা ব্রেভারম্যান।দায়িত্ব নেয়ার মাত্র ৪৩ দিনের মাথায় সরে দাঁড়ালেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার ইমেইলের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। চিঠিতে ট্রাসের পরিকল্পনা নিয়ে ক্ষোভ জানান সুয়েলা। এরপর তড়িঘড়ি দায়িত্ব দেয়া হয় গ্রান্ট শেপসকে। এর আগে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কনজারভেটিভ প্রধান নির্বাচনের সময় ঋষি সুনাকের সমর্থক ছিলেন শেপস।

গত সপ্তাহেই ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব ছাড়েন কাওয়াসি কোয়ারটেং। ওই পদে নিয়োগ পান জেরেমি হান্ট। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আরও চাপে ফেললো প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে।