ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা এস্তোনিয়ার


১৯ অক্টোবর ২০২২ ২২:১৯

লাটভিয়া ও লিথুয়ানিয়ার পর রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দিল এস্তোনিয়া।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির পার্লামেন্টে পাস হয় এ সংক্রান্ত বিল।

১০১ সদস্যের আইনসভায় ৮৮ জন এমপি বিলটির সমর্থনে ভোট দিয়েছে। অনুপস্থিত ছিলেন ১০ জন। ভোটদানে বিরত ছিলেন তিনজন। ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তির নিন্দা জানান এস্তোনিয়ার আইনপ্রণেতারা। ভোটাভুটি শেষে বিবৃতি প্রকাশ করে দেশটি।

বিবৃতিতে বলা হয়, রুশ ফেডারেশন সন্ত্রাসবাদে সমর্থন দেয়। দাবি করা হয়, পরমাণু হামলার ঝুঁকি তৈরি করছে ভ্লাদিমির পুতিন প্রশাসন। যা সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে সবচেয়ে বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে।

এর আগে গত মে মাসে রাশিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় লিথুয়ানিয়া। গেলো আগস্টে একই পদক্ষেপ নেয় প্রতিবেশী লাটভিয়া।