ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩, বেঁচে গেলেন পাইলট


১৯ অক্টোবর ২০২২ ০১:৫৫

রাশিয়ার একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান উড্ডয়নের পর পরই দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে বিধ্বস্ত হয়ে অন্তত ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ জন।

প্রশিক্ষণের জন্য নিকটবর্তী একটি সামরিক বিমানঘাঁটি থেকে সোমবার বোমারু বিমানটি উড্ডয়ন করেছিল। খবর সিএনএনের।

উড্ডয়নের পর পরই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেছে বলে কন্ট্রোলরুমকে জানায় পাইলট। জরুরি নির্গমণ পদ্ধতি ব্যবহার করে পাইলট বিমানটি থেকে বের হয়ে নিজেকে রক্ষা করেন।

আগুন অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম পাঁচ তলার ২০০০ মিটার স্কয়ারজুড়ে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভবনটি পরীক্ষা করে দেখা হয়।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি শেষ করেছে এবং এ সময় ৬৮ জনকে জীবিত উদ্ধার করেছে ও ৩৬০ জনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মন্ত্রণালয়টি জানায়।