ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


নাইজেরিয়ায় দশকের ভয়াবহ বন্যা, নিহত ৬০০


১৭ অক্টোবর ২০২২ ২২:২৫

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নাইজেরিয়ার দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা এটি।

গতকাল রোববার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

টুইটারে নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বন্যার কারণে দেশটির ১৩ লাখের বেশি মানুষ ঘরছাড়া। মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেন, ২০২২ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বন্যায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে।

দেশটির ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) জানায়, সাধারণত বর্ষাকাল জুন মাস থেকে শুরু হয় কিন্তু আগস্ট থেকে ভারী বৃষ্টিপাত চলছে। এর আগে ২০১২ সালে দেশটিতে বন্যায় ৩৬৩ জনের মৃত্যু হয়। ঘরছাড়া হয়েছিল ২১ লাখ মানুষ।