ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


হাসপাতালের ছাদে ছড়িয়ে ছিল পচা-গলা ২ শতাধিক লাশ!


১৭ অক্টোবর ২০২২ ০৫:১৭

পাকিস্তানের মুলতানের নিশতার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে প্রায় দুই শতাধিক মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে বেশির ভাগই ছিল পচা-গলা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার তদন্তে ছয় সদস্যের এক কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাকস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহি বলেন, মরদেহগুলো ছাদে ফেলে রেখে অমানবিক কাজ করা হয়েছে। এ ঘটনায় দায়ী কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের ডাক্তারদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, মরদেহগুলো শিক্ষার উদ্দেশে মেডিকেলের শিক্ষার্থীরা ব্যবহার করেন। চিকিৎসা শিক্ষার কাজেও যদি লাশগুলো ব্যবহার করা হয়, তবু জানাজার পর যথাযথভাবে দাফন করা উচিত ছিল, কিন্তু সেগুলো ছাদে ফেলে রাখা হয়।