ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


তুরস্কে কয়লার খনিতে বিস্ফোরণ: নিহত ২৫ শ্রমিক


১৫ অক্টোবর ২০২২ ২১:৩৭

তুরস্কে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছে। আহত হয়েছে ২৮ জন শ্রমিক। এছাড়া খনির নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত ৪০ শ্রমিক। খবর এপির।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৪ অক্টোবর) রাতে এই দুর্ঘটনায় ঘটে। বিস্ফোরণের সময় ১১০ শ্রমিক খনিটিতে কাজ করছিলেন। অনেকেই ভূপৃষ্ঠের অন্তত ৩শ মিটার গভীরে অবস্থান করছিলেন।

ধারণা করা হচ্ছে, খনিরের ভেতরে থাকা মিথেন গ্যাস বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের ধাক্কায় খনির একটি অংশ ধসে পড়ে। এ ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। খনির প্রবেশ মুখ বড় বড় পাথর পড়ে বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে উঠেছে বলেও জানানো হয়।

এ ঘটনায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দক্ষিণ-পূর্ব তুরস্কে তার পূর্ব ঘোষিত সফর বাতিল করেছেন এবং আমাসরা যাবেন।