ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


বরখাস্ত হলেন ব্রিটেনের অর্থমন্ত্রী


১৫ অক্টোবর ২০২২ ০৯:০৬

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ার্টেংকে শুক্রবার (১৪ অক্টোবর) বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

কর্পোরেশন কর কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানোর লক্ষ্যে সেপ্টেম্বরের শেষে লিজ ট্রাস ও কাওয়াসি কোয়ার্টেং মিলে মিনি বাজেট ঘোষণা করেছিলেন। কিন্তু এই মিনি বাজেট ঘোষণার পর থেকেই টালমাটাল হয়ে যায় যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি।

আর এর জন্যেই যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেন ট্রাস।

তবে দ্য গার্ডিয়ান জানায়, ট্রাসের প্রধানমন্ত্রীত্বও এখন আর সুসংহত নয়।

ওয়াশিংটনে আইএমএফের বৈঠক থেকে দ্রুত লন্ডনে ফিরে যেতে বাধ্য হওয়ার পর লিজ ট্রাসের অনুরোধে পদত্যাগ করেছেন বলে জানায় কোয়ার্টেং।

গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, কনজারভেটিভ পার্টির সিনিয়র সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, আগামী কয়েক দিনের মধ্যে লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আহ্বান জানাবেন তারা। কনজারভেটিভ পার্টির মধ্যেই অনেকে বলছেন অর্থমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রী কম দায়ী না।