ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ১লা অগ্রহায়ণ ১৪৩২


সিরিয়ায় সেনাবাহিনীর বাস লক্ষ্য করে হামলা, নিহত কমপক্ষে ১৮


১৫ অক্টোবর ২০২২ ০১:১১

সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর বাস লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন।

বৃহস্পতিবার সকালের ওই বিস্ফোরণে আরও ২৭ সেনা গুরুতর আহত হন।

এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়- কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। সেনাদের বহনকারী একটি বাস রাজধানী থেকে বাইরে যাচ্ছিল। দামেস্কের খুব কাছেই এ বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানানো হয়।