ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


‘আমি ৭ শিশুকে ইনসুলিন দিয়ে খুন করেছি’


১৪ অক্টোবর ২০২২ ২২:২২

ইংল্যান্ডের একটি হাসপাতালে শিশু মৃত্যু মামলার শুনানিতে বুধবার সামনে এল চাঞ্চল্যকর এক তথ্য।

তদন্ত চলাকালীন অভিযুক্ত নার্স লুসি লেটবির বাড়ি থেকে তার হাতে লেখা একটি নোট হাতে এসেছিল পুলিশের। খবর এনবিসি নিউজের।

সেই নোট বুধবার আদালতে জমা দেওয়া হয়। শিশু মৃত্যুসংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে লুসির বাড়ি থেকে।

২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে আচমকাই শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যায় চেস্টার হাসপাতালে। কর্তৃপক্ষ দেখেন, বেশ কিছু শিশুর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে।

কিন্তু ঠিক কী কারণে এমন হচ্ছে তা বুঝে উঠতে পারছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তে দেখা যায়, প্রতিটি শিশুমৃত্যুর ঘটনাতে মিল একটিই— সব ক্ষেত্রে উপস্থিত ছিলেন নার্স লুসি।

এ নার্স ৭ শিশুকে হত্যার পর আরও ১০ দশ শিশুকে হত্যার পরিকল্পনা ছিল তার।

অবশেষে সেই রহস্য উন্মোচিত হলো লুসির বাড়ি থেকে উদ্ধার করা সেই নোটে। লুসি সেই নোটে লিখেছেন— 'আমি শয়তান। আমিই করেছি এসব।'

নোটটিতে লুসি আরও লেখেন, ‘আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ইচ্ছে করে ইনসুলিন প্রয়োগ করে ওদের মেরে ফেলেছি। খুব খারাপ মানুষ আমি।’