ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হবে: রাশিয়া


১৪ অক্টোবর ২০২২ ০৪:৩৬

ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রুশ বার্তাসংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার ভেনেডিক্টভ এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ইউক্রেন এটা ভালো করেই জানে যে এ ধরনের পদক্ষেপ নিলে এর ফলাফল নিশ্চিতভাবেই ৩য় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে।

প্রসঙ্গত, ভেনেডিক্টভের এমন ঘোষণার আগের দিনই কিয়েভে উন্নত বিমান প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে ইউক্রেনের মিত্র দেশগুলো। গত সোমবার ও মঙ্গলবার রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এই ঘোষণা দেয় ইউক্রেনের ন্যাটো মিত্ররা।