ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


এবারও অর্থনীতির নোবেল পেলেন ৩ জন


১১ অক্টোবর ২০২২ ০৪:৩৬

পদার্থবিদ্যা, রয়াসন, সাহিত্য ও শান্তির পর সোমবার (১০ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়।

এদিন স্টকহোমের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট) এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সে।

গত বছর অর্থাৎ ২০২১ সালের মতো এ বছরও এই পুরস্কার ভাগ করে নিয়েছেন তিনজন।

তারা হলেন- বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণায় অবদান রাখায় তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

২০২১ সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স।

গত ৩ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়ে আজ সোমবার (১০ অক্টোবর) অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণার কার্যক্রম শেষ হলো।