ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


‘আমি আদিবাসী মানুষের মাংস খেতে পারি’


১০ অক্টোবর ২০২২ ১০:৩৩

মন্তব্যটি ভয়াবহ। কোনো রাজনীতিবিদ এ ধরনের মন্তব্য করতে পারেন তা কল্পনারও অতীত। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সেই কল্পনাকেই হার মানিয়েছেন।

২০১৬ সালে বোলসোনারো এক বিদেশি সাংবাদিকের কাছে বড়াই করে বলেছিলেন, ‘আমি এক জন আদিবাসীর মাংস খেতে পারি। এতে কোনো সমস্যা নেই।’

বোলসোনারো ওই সময় ব্রাজিলের একটি আদিবাসী সম্প্রদায়ের এলাকায় ভ্রমণের বর্ণনা দিয়েছিলেন। তার দাবি তাকে সেখানে মানুষের মাংস খাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

আদিবাসী নেতারা অবশ্য বলসোনারোর এই দাবিকে প্রত্যাখ্যান করেন। তাদের ভাষ্য ব্রাজিলের অতি-ডানপন্থি এই প্রেসিডেন্টের আরেকটি মিথ্যা দাবি এটি। কোনো আদিবাসী সম্প্রদায়ই মানুষের মাংস খাওয়ার সঙ্গে সম্পৃক্ত নয়।

বলসোনারোর এই নরখাদক মন্তব্যের ফুটেজ ছয় বছর আগে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম সম্প্রচারিত হয়েছিল। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটকে সামনে রেখে এটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নির্বাচনে বোলসোনারোর প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভা বলেছেন, ‘বোলসোনারো প্রকাশ করেছেন যে তিনি মানুষের মাংস খেতে পারেন।’