ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় নিহত ৩

ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র রেলসেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার রাশিয়ার তদন্তকারী কমিটি এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
রাশিয়ার তদন্তকারী কমিটির বিবৃতিতে বলা হয়, ধারণা করা হচ্ছে সেতুর যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানের একটি গাড়ির যাত্রী ছিল নিহতরা। নিহতদের একজন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যে গাড়ির মাধ্যমে বিস্ফোরণ হয়েছে সেটির মালিকের পরিচয় এরই মধ্যে বের করা হয়েছে।
এর আগে শনিবার ভোরে শক্তিশালী বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়া সেতু। দুই ভাগে বিভক্ত সেতুর সড়ক অংশের দুটি খণ্ড বিস্ফোরণে ধসে পড়ে। আগুন লাগে রেল অংশে থাকা তেলবাহী ট্যাংকারে। রাশিয়া বলছে, একটি গাড়িবোমা ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে যুদ্ধের রসদ পাঠানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পরেও গত সাত মাসে এই সেতুতে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে এতে হামলা হলে প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছিল মস্কো।