ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মহরাষ্ট্রে বাসে আগুন, নিহত ১১


৮ অক্টোবর ২০২২ ২১:১৯

ভারতের মহারাষ্ট্রর নাশিকে বাসে আগুন লেগে কমপক্ষে ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে আরও ৩৮ জন।

শনিবার (৮ অক্টোবর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নাশিকের ঔরঙ্গাবাদ রোডে ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের পর আগুন ধরে যায়।

নাশিকের ডেপুটি পুলিশ কমিশনার অমল তাম্বে বলেন, নিহতদের অধিকাংশই স্লিপার কোচের যাত্রী । আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

সূত্র: এনডিটিভি