চেচনিয়া প্রধানের পদ ছাড়ার ইঙ্গিত রমজান কাদিরভের

গত ১৫ বছর ধরে চেচনিয়ায় শাসন চালানো রমজান কাদিরভ এবার সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন।
তার বিরুদ্ধে বিরোধী-ভিন্নমতাবলম্বী এবং সমকামীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
রমজান কাদিরভ শনিবার তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে ভিডিওবার্তায় বলেন, দীর্ঘ সময় প্রজাতন্ত্রের প্রধানের দায়িত্ব পালনের পর অবসরের সময় এসেছে।
তিনি বলেন, বহিষ্কার করার আগেই পদত্যাগ করার বিষয়টি বিবেচনা করা উচিত। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত পদ ছাড়ারই ইঙ্গিত দিয়েছেন।
কাদিরভ আরও বলেন, ‘ককেশাসে আমাদের একটি প্রবাদ আছে, অতিথি যতই দীর্ঘ প্রতীক্ষিত হোক না কেন, তাকে এক সময় চলে যেতেই হয়।’
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, তার এমন ঘোষণায় কাদিরভ বিরোধীদের আনন্দিত হওয়ার কিছু নেই।
কারণ ২০১৬ এর ফেব্রুয়ারি ও ২০১৭ এর নভেম্বরেও তিনি পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। আর দেখাই যাচ্ছে এখনও তিনি চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান হিসেবেই রয়েছেন।
তার বাবা আখমাত কাদিরভের আততায়ীর হাতে মারা যাওয়ার পর খুব অল্প বয়সেই রমজান কাদিরভ চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান হন।
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত। তার রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর কাদিরভ নেতৃত্বাধীন বাহিনীও রাশিয়ার হয়ে যুদ্ধ করছে।