প্রথমবারের মতো একইসঙ্গে করোনা,মাঙ্কিপক্স ও এইডসে আক্রান্ত!

বিশ্বে প্রথমবারের মতো ৩৬ বছর বয়সী ইতালির এক নাগরিক একইসঙ্গে মাঙ্কিপক্স, করোনাভাইরাস ও এইডসে আক্রান্ত হয়েছেন। দেশটির গবেষকরা ওই ব্যক্তির শরীরে তিনটি রোগের সংক্রমণই শনাক্ত করেছেন।
চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব ইনফেকশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি স্পেনে গিয়েছিলেন। সেখানে ওই ব্যক্তি তার এক পুরুষ সঙ্গীর সঙ্গে ‘অনিরাপদ যৌন সম্পর্ক’ স্থাপন করেন। এতে পাঁচ দিন পর তার জ্বর, গলা ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা এবং গায়ে ব্যথা শুরু হয়।
জার্নাল অব ইনফেকশনের প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর করোনা সংক্রমণ এবং এইচআইভি শনাক্ত হয়। এর কিছু দিন পর তার বাঁ হাতে একটি ফুসকুড়ি দেখা দেয় এবং পরবর্তী কয়েক দিনের মধ্যে তার পুরো শরীরে ফোসকা ছড়িয়ে পড়ে। এরপর সিসিলির পূর্ব উপকূলের শহর কাতানিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
যদিও মাঙ্কিপক্স ও করোনা থেকে সেরে ওঠার পর ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি