ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


হঠাৎ করে কিয়েভে ব্রিটিশ প্রধানমন্ত্রী


২৫ আগস্ট ২০২২ ০৭:৪৪

হঠাৎ করে আজ বুধবার কিয়েভ সফরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিন নিজেদের ৩১তম স্বাধীনতা দিবস পালন করছে ইউক্রেন। খবর সিএনএনের।

এর মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তৃতীয়বারের মতো কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন বরিস।

কিয়েভে যাওয়ার ব্যাপারে বরিস জনসন বলেছেন, আমি এসেছি ইউক্রেনকে বার্তা দিতে যুক্তরাজ্য আপনাদের পাশে আছে এবং আগামী সময় ও মাস পাশে থাকবে।

এছাড়া ইউক্রেনকে আরও ৬৬ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ‘ইউক্রেন জয় পাবে।’

সূত্র: সিএনএন