আতঙ্ক আর শঙ্কায় পালিত হলো ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস

আতঙ্ক আর শঙ্কা নিয়ে ৩১তম স্বাধীনতা দিবস পালন করলো আয়তনে ইউরোপের ২য় বৃহত্তম দেশ ইউক্রেন।
১৯৯১ সালের এ দিনে রুশ নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীনতা অর্জন করে ইউক্রেনীয়রা। খবর দ্য গার্ডিয়ানের।
বুধবার আতঙ্ক নিয়ে স্বাধীনতা দিবস পালন করছেন ইউক্রেনীয়রা। সেই সাথে আজই দেশটিতে রুশ আগ্রাসনের ৬ মাস পূর্ণ হলো।
ভূমি, আকাশ ও সমুদ্র, তিন দিক থেকেই ক্রমাগত হামলার হুমকি থাকায় এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনেকটাই যেনো ম্লান হয়ে গেছে ইউক্রেনীয়দের। ফলে এবার দেশটিতে এবারের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অনেকটা ভীতি ও শঙ্কার মধ্যে।
স্বাধীনতা দিবসে যেকোনো রুশ আক্রমণ থেকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।