ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


“স্তনে ফিনল্যান্ড সদৃশ প্রতীক” ছবি ভাইরাল,ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী


২৪ আগস্ট ২০২২ ২২:০৭

পার্টিতে করা নাচের পর এবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নিজ বাসভবনের কিছু বিতর্কিত ছবি ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন ফিনল্যান্ড ও বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী সানা মারিন। এ নিয়েও শুরু হয় সমালোচনা। আর এই ছবির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন সানা মারিন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরে ফিনিশ গণমাধ্যমে প্রকাশিত ওই ছবিতে দুই নারীকে কিস করতে দেখা গেছে। এছাড়া ছবিতে টপস উত্তোলন করে খালি শরীর দেখানো এবং তাদের স্তনে ফিনল্যান্ড সদৃশ প্রতীক ( চিহ্ন) দেখা যায়।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মঙ্গলবার নিশ্চিত করেন যে, ছবিগুলো তার সরকারি বাসভবনে একটি সংগীত অনুষ্ঠানে তোলা। এমন ছবি তোলা ঠিক হয়নি। ছবিগুলো উপযুক্ত নয় এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।

বাসায় ওই সময় বন্ধুদের সঙ্গে তিনি সন্ধ্যা উপভোগ করছিলেন বলেও মন্তব্য করেন।