ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু


২৩ আগস্ট ২০২২ ২৩:১১

আফগানিস্তানের পূর্বাঞ্চলের লোগার প্রদেশে হঠাৎ ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, বন্যায় লোগার প্রদেশে ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন। এতে কয়েক হাজার বাড়ি ধ্বংস এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি চলতি বছর একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে।

এছাড়াও চলতি বছরের জুনে তীব্র খরার মধ্যে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানা গেছে।