মাদক টেস্ট করালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

সম্প্রতি এক পার্টিতে নাচের ভিডিও ভাইরালের পর মাদক টেস্ট করান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।
পার্টিতে নাচের জন্য সমালোচনার মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন। বিরোধী দলীয় নেতারা তার সমালোচনা তার মাদক টেস্ট করার আহ্বান জানান। এরপর তিনি মাদক টেস্ট করিয়েছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, তিনি মাদক পরীক্ষা করিয়েছেন।
মাদক গ্রহণের তথ্য অস্বীকার করে সানা মারিন বলেন, পরীক্ষার ফল আগামী সপ্তাহে মিলবে। তিনি অবৈধ কিছু করেননি বলেও মন্তব্য করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার পার্টিতে অংশ নেওয়া নাচগান করার একটি ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাকে স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানোর আহ্বান জানান বিরোধীরা।