ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু


১৮ আগস্ট ২০২২ ২২:২০

উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১২ জন।

বিবিসির বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে আগুন লেগেছে।

উল্লেখ্য, আলজেরিয়ায় গত বছর দাবানলে ৯০ জন মারা যান।

সূত্র: বিবিসি