রাশিয়ায় ৩ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন এক সেনাসদস্য

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন এক সেনাসদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকালে রাজধানীর মস্কো থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে ভরোনেজ শহরের বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। খবর সংবাদ সংস্থা তাসের।
এক সেনাসদস্য রাইফেলের গুলিতে তার তিন সহকর্মীকে হত্যা করে পালিয়ে গেছেন।
পুরো ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ঘাতক ২০ বছর বয়সী অ্যান্তন ম্যাকারভ পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।