ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দেবেন ট্রাম্প


৪ নভেম্বর ২০২০ ১৬:৩৭

জাতির কাছে সামর্থ্য আর নিজের বক্তব্য তুলে ধরতে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন। সিবিএস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী নেটওয়ার্ক।

‘’হ্যাঁ, প্রেসিডেন্ট রাতে ভাষণ দেবেন। তখনো যদি বিজয় ঘোষণা নাও হয়, তবু তার নিজের বক্তব্য তুলে ধরতে হবে,’’ বলছেন ওই কর্মকর্তা।

হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ডোনাল্ড ট্রাম্প এই ভাষণ দেবেন।

বেশ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন যে, ডেমোক্র্যাটরা ‘লাল মরীচিকা’নামে যে কথাবার্তা বলছে, তাতে ট্রাম্প শিবিরে একপ্রকার হতাশার তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছে, সেটি ঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে।

লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রঙ।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ১৩১টি ইলেক্টরাল ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৯৮ ভোট।

মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।

তবে পপুলার ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তিনি ভোট পেয়েছেন ৪০,৭৪০,৫৪২, আর বাইডেন পেয়েছেন ৩৮,৯২৮,২০০।

উল্লেখ্য, ফলাফল নির্ধারিত হবে ইলেক্টরাল ভোটে।

সূত্র : বিবিসি