ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর ঘোষণা চীনের


২৪ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৩

২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানো ও ২০৬০ সালের মধ্যে তা শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিডিও কনফারেন্সে ভাষণে তিনি এ ঘোষণা দেন।

বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের জন্য বরাবরই চীনকে দায়ী করে আসছেন বিশ্ব নেতারা। বিশ্বের ২৮ শতাংশ কার্বন নিঃসরণ হয় চীন থেকে। তাই এবার জাতিসংঘে দেয়া ভাষণে কার্বন নিঃসরণ কমানোয় নিজেদের অবস্থান ও পদক্ষেপের কথা জানালেন দেশটির প্রেসিডেন্ট।
সূত্র : বিবিসি