ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


কোমা থেকে উঠে কেন এই ছবি শেয়ার করলেন পুতিনের সমালোচক নাভালনি


২০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৯

আলেক্সেই নাভালনি, রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক। সম্প্রতি বিষক্রিয়ায় কোমায় চলে যান তিনি।

তবে কোমা থেকে ওঠার পর হাঁটতে পারছেন নাভালনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই হাঁটার ছবি পোস্ট করেছেন।

নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগ ওঠার পর রাশিয়া দাবি করে আসছে, এমন কিছুর সঙ্গে প্রশাসন জড়িত নয়।
জার্মানির বার্লিন হাসপাতালে চিকিৎসা নেওয়া নাভালনি শনিবার লিখেছেন, “আমার সুস্থ হওয়ার খবর জানাতে চাই। এখনো অনেক সমস্যা আছে। তবে প্রধান সমস্যা কেটে গেছে।”

২০ আগস্ট সাইবেরিয়ার শহর তমস্ক থেকে রাজধানী মস্কোতে ফিরে আসার সময় বিমানের মধ্যে ৪৪ বছর বয়সী নাভালনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্ক নামে আরেকটি শহরে অবতরণ করে বিমানটি। বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিও ফুটেজে উচ্চ আওয়াজে গোঙানির শব্দ শোনা গেছে। বিমানের জানালা দিয়ে আরেকটি ফুটেজে দেখা যায়, ওমস্কের বিমানবন্দরে একটি স্ট্রেচারে করে নাভালনিকে অপেক্ষারত একটি অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর দ্রুত তাকে জার্মানি পাঠানো হয়।

নাভালনি জানিয়েছেন, তিনি এখনও নিজের ফোন ব্যবহার করতে পারছেন না। গ্লাসে পানিও ঢালতে পারছেন না।

জার্মানির চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত তিনটি দেশের ল্যাবরেটরি টেস্টে নাভালনির শরীরে বিষের উপস্থিতি পাওয়া গেছে।