ঢাকা বুধবার, ২২শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


এবার কিমের দেশে করোনা, জরুরি অবস্থা ঘোষণা


২৬ জুলাই ২০২০ ১৮:৩৩

উত্তর কোরিয়ার কায়সং শহরে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর প্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ওই শহরে লকডাউন জারি করেছেন। সেইসঙ্গে ঘোষণা দিয়েছেন জরুরি অবস্থার। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, কায়সং শহরে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে। সন্দেহভাজন যে করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে তিনি দক্ষিণ কোরিয়া থেকে অবৈধভাবে গত সপ্তাহে উত্তর কোরিয়ায় আসে। ওই ব্যক্তি কয়েক বছর আগে উত্তর কোরিয়া থেকে দেশটিতে পালিয়ে যায়। খবরে আরও বলা হয়েছে, ওই ব্যক্তির সন্দেহভাজন করোনা উপসর্গ পাওয়ায় ‘সর্বোচ্চ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।