গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক লোক করোনায় আক্রান্ত

সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নিস্তার নেই ভারতেরও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর মিলেছে।
সংখ্যাটা ১,৫৫৩। এর জেরে ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭ হাজার ২৬৫ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টাায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।
এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৪৩ জনে। ভারতে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৫০০ জন।
সূত্র: জিনিউজ
নতুনসময়/আনু