ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪০ হাজার ছাড়িয়েছে


২০ এপ্রিল ২০২০ ১৭:৩৯

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রেই সর্বাধিক মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যাও বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।

করোনাভাইরাসের সংক্রমণের পর্যবেক্ষণ ও হিসাব রাখা জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ হাজার ৬৭৭ জন। যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের মধ্যে নিউইয়র্কে মৃত্যুর সংখ্যা সর্বাধিক। যদিও নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলছেন, সেখানে সংক্রমণ বর্তমানে ‘মোটামুটি পর্যায়ে’ রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে সাত লাখ ৬৪ হাজার ২৬৫ জন। সুস্থ হয়ে উঠেছে ৭১ হাজার ১২ জন।

সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৯৪৪, আক্রান্ত ২৪ লাখ ১১ হাজার ১১৬ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ছয় লাখ ১৭ হাজার ১৩ জন।