ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনায় লকডাউন: ভিডিওকলে বিয়ের অনুমতি


২০ এপ্রিল ২০২০ ০৪:০৪

মৃত্যু আতঙ্কে থমকে যাওয়া নিউইয়র্কবাসীর জীবনে কিছুটা আনন্দ ফিরিয়ে দিতে ভিডিওকলে বিয়ের অনুমতি দিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্র কুওমো।

শনিবার নাগরিকদের উদ্দেশে দেয়া এক বিবৃতিতে বলেছেন, নিউইয়র্কের বাসিন্দারা রোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে শহরের বিবাহ অফিস বন্ধ থাকাকালীন ভিডিওকলের মাধ্যমে তাদের বিবাহ অনুষ্ঠান করতে পারবেন।

কুওমো বলেছেন, ‘আমি একটি নির্বাহী আদেশ জারি করছি যে, নিউইয়র্কে দূর থেকে বিয়ের লাইসেন্স পেতে এবং কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান করার অনুমতি দেয়া হবে।’

সাধারণত নিউইয়র্কে বিয়ের অনুমতি পেতে বর-কনেকে সশরীরে ম্যারেজ ব্যুরোতে উপস্থিত হয়ে আবেদন জানাতে হয়। তবে করোনার কারণে সেই আইন শিথিল করা হল। যাতে নগরীর বাসিন্দারা লকডাউনে ভিডিওকলের মাধ্যমে দূরে বসে বিয়ে করতে পারেন।