ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনার মধ্যেই জাপানে শক্তিশালী ভূমিকম্প


১৯ এপ্রিল ২০২০ ২০:৪৪

প্রাণঘাতী করোনার মধ্যেই জাপানে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত করেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে রাজধানী টোকিও থেকে দক্ষিণে অবস্থিত ওগাসাওয়ারা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। এটি জাপানের ওগাসাওয়ারা দ্বীপে পশ্চিম উপকূলে আঘাত হেনেছে বলে জানিয়েছে তারা।

খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার ৫টা ২৬ মিনিটে আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৯০ কিলোমিটার। জেএমএ বলছে, কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে জেএমএ। ওগাসাওয়ারা দ্বীপের বেশ কয়েকটি স্থানে অন্তত চারবার কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা বলছে, সেগুলোর মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিল প্রায় সাত। শিজোউকা নামক এলাকাটি ভূকম্পন অনুভূত এলাকা ওগাসাওয়ারা দ্বীপ থেকে পশ্চিমে অবস্থিত। ওগাসাওয়ারা নামক ওই দ্বীপটি জাপানে বনিন দ্বীপপূঞ্জ নামেও পরিচিত। এটি ইউনেস্কোর তালিকাভুক্ত একটি পর্যটন এলাকা।