ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


রাজনৈতিক নেতার হয়রানির শিকার, আত্মহত্যা চিকিৎসকের


১৯ এপ্রিল ২০২০ ১৮:১৭

হয়রানির শিকার হয়ে ভারতের রাজধানী দিল্লিতে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। রাজ্যটির ক্ষমতাসীন রাজনৈতিক দল আম আদমি পার্টির এক এমএলএ’র হয়রানির শিকার হয়ে এই চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন এই চিকিৎসক। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য এমএলএ প্রকাশ জারওয়াল ও তার সহযোগী কপিল নাগরকে দায়ী করেন তিনি। নিহত সেই চিকিৎসক অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের ওই নেতা তার কাছ থেকে অর্থ লুট করতে চেয়েছেন। তিনি অর্থ দিতে অস্বীকার করলে তার ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানান ওই এমএলএ। দিল্লির নাবিসারি এলাকার বাসিন্দা ছিলেন চিকিৎসক রাজেন্দ্র সিং। তিনি পানির ট্যাংকির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভাড়াটিয়ারা তাকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন।