কিশোরীকে গণধর্ষণের পর হত্যা, ৭ স্কুলছাত্র গ্রেপ্তার

১২ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর খুন করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে চলে যায় সাত কিশোর। গত শুক্রবার ভারতের আসামে বিশ্বনাথ জেলায় ওই ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচারমাধ্যম ‘এনডিটিভি’।
ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, ওই কিশোরী এবং সাত কিশোর একই ক্লাসে পড়তেন। তারা বন্ধু ছিল। গত শুক্রবার এক বন্ধুর বাড়িতে পার্টি এবং নৈশভোজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন বন্ধু। এরপর ওই গ্রামের একটি জঙ্গলে মেয়েটিকে ধর্ষণ করে তারা।
এই ধর্ষণের ঘটনায় গতকাল রোববার সাত কিশোরকে গ্রপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল। তারা তাদের বান্ধবীকে ধর্ষণের পর হত্যা করে এবং বিষয়টিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
শুক্রবার রাতে ওই কিশোরী বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। পরের দিন শনিবার ওই জঙ্গল থেকে উদ্ধার হয় মেয়েটির ঝুলন্ত দেহ। তারপরই এই ঘটনা নিয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সাত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।