গর্ভবতী প্রেমিকাকে বিয়ে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দীর্ঘদিনের প্রেমিকা ক্যারি সাইমন্ডস গর্ভবতী। দুজনেই এ খবর জানিয়েছেন।
ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তারা বিয়ে করার ঘোষণাও দিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার ঘটনা গত ২০০ বছরে নেই। গর্ভবতী প্রেমিকাকে বিয়ে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
৫৫ বছর বয়সী জনসনের দ্বিতীয় স্ত্রীর ঘরে চার সন্তান আছে। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়।
৩১ বছর বয়সী সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন তিনি। কনজারভেটিভ পার্টির সবচেয়ে কম বয়সী যোগাযোগ কর্মকর্তা ছিলেন সাইমন্ডস।
জনসন প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রেক্সিট চুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েন। পরে অবশ্য খুব সহজেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ওই চুক্তি সম্পন্ন করেন।
নতনসময়/ আনু