ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


জার্মানিতে বন্দুকধারীর হামলার নিহত ৮


২০ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৩

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের পৃথক দুটি সিসাবারে বন্দুকধারীর হামলার ঘটনা এতে কমপক্ষে ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা নাগাদ বন্দুকধারীরা হামলা চালায় বলে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

তবে হামলাকারীরা পালিয়ে গেছে। পুলিশ তাদের আটকে অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিক অবস্থায় হামলার কারণ জানা যায়নি।

সংবাদমাধ্যম গুলো জানায়, প্রথমে শহরের প্রাণকেন্দ্রে একটি পানশালায় হামলার ঘটনা ঘটে। এরপর পাশেই আরেকটি পানশালায় হামলা চালিয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। প্রথম হামলায় ঘটনাস্থলে তিনজন এবং পরের হামলার পাঁচজনের মৃত্যু হয়েছে। আটক হয়েছেন আরো পাঁচজন।

এদিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এছাড়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

নতুন সময় ডেস্ক/আনু