ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বোরকা নিয়ে মন্তব্য করায় মন্ত্রীকে শোকজ করল বিজেপি


১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১

বোরকা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মন্ত্রী রঘুরাজ সিংকে শোকজ করেছে তার দল বিজেপি। সেই সঙ্গে তার বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী কাজ করার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য রঘুরাজ সিংকে সোমবার শোকজ করা হয়।

দিল্লির শাহীনবাগ আন্দোলনের প্রেক্ষিতে তিনি বলেন, ‘দেশে বোরকা নিষিদ্ধ করে দেওয়া উচিত।’ কেন্দ্র ও রাজ্যের কাছে এই মর্মে আর্জিও পেশ করেন বিজেপির এই মন্ত্রী। আন্দোলনের নামে বোরকার অপব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন। এ বক্তব্য দেয়ার পর সোমবার (১০ ফেব্রুয়ারি) বিজেপির এই নেতাকে শোকজ করা হয়েছে। বিজেপির এই বর্ষীয়ান নেতা বলেন, ‘শ্রীলঙ্কা, জাপান ও আমেরিকার পাশাপাশি অমুসলিম দেশগুলো ইতিমধ্যে বোরকা নিষিদ্ধ করেছে। তাহলে ভারতে নয় কেন?’