ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নতুন নাম পেল করোনাভাইরাস


১০ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫

মহামারী করোনাভাইরাসে এ পর্যন্ত ৮১১ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন থেকে এটি উহান ভাইরাস ও উহান করোনাভাইরাস নামে পরিচিতি পেয়েছিল। এতে উহানের স্থানীয় বাসিন্দারা হতাশায় মুষড়ে পড়েছিলেন।

সাধারণত ভাইরাসের নামকরণে কোনো দেশ, কিংবা স্থানের নাম, ব্যক্তি বা প্রাণীর নাম ব্যবহার করা নিষেধ। এতে ওই স্থান বা ব্যক্তি কিংবা প্রাণীর বিষয়ে নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি হয়।

গতকাল শনিবার সংবাদ সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আপাতত ভাইরাসটির নামকরণ করা হয়েছে 'নোবেল করোনাভাইরাস নিউমোনিয়া', সংক্ষেপে এনসিপি। তবে চূড়ান্ত নাম কখন আসবে তা জানা যায়নি।