ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মদপান করিয়ে কিশোরীকে গণধর্ষণ


৯ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৪

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক কিশোরীকে মদ পান করিয়ে রাতভর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় পর্নশ্রী থানায় এ বিষয়ে অভিযোগ জানায়। পরে পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।

কলকাতার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়েছিল ওই কিশোরী। রাতেও সে বাড়ি না ফেরায় থানায় এফআইআর করেছিলো তার বাবা। পরদিন শুক্রবার সে নিজেই পনশ্রী থানায় হাজির হয়।

থানায় এসে সপ্তম শ্রেণি পড়ুয়া ওই কিশোরী পুলিশের কাছে অভিযোগ করে, তাকে মদ খাইয়ে ৪ যুবক ধর্ষণ করেছে ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৪ অভিযুক্তের নাম অমরজিৎ চৌপাল, মনোজ শর্মা, বিকাশ মল্লিক ও ঋত্বিক রাম। অমরদীপ ও মনোজ মেয়েটির স্কুলের কাছে থাকে। তাদের সঙ্গে প্রথমে কিশোরীর আলাপ হয়। সেই সূত্রেই ওই কিশোরী ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে বিকাশ ও ঋত্বিকের বাড়ি।

কিশোরী জানায়, তার এক বন্ধু তাকে ভূকৈলাস রোডের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিল তিন যুবক। তারা মদ খাইয়ে তাকে বেহুঁশ করে দেয়। পরদিন সকালে তার জ্ঞান ফেরে। সে বুঝতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর সেখান থেকে ফিরে সে থানায় গিয়ে অভিযোগ জানায়।