করোনা ভাইরাসে মৃত্যু ৬৩৬ না ২৫ হাজার!

মারণ ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ছাড়াল ৬৩৬। বেইজিং সরকার তা-ই বলছে। যদিও কানাঘুঁষো খবর, সত্যিটা চেপে দিচ্ছে কমিউনিস্ট পার্টি। মৃতের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি। সংক্রমিত অন্তত দেড় লাখ। মারণ ভাইরাসটি প্রথম নজরে এসেছিল যে চিকিৎসকের, বৃহস্পতিবার তিনি মারা গেছেন বলেও খবর রটেছিল। অবশ্য সত্যিই তিনি মারা গেছেন কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর খবর প্রকাশ করার পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে দেশটির শীর্ষস্থানীয় একটি পত্রিকা।
সন্দেহ জোরদার হয়েছে একটি চীনা সংস্থার রিপোর্টে। তাতে দাবি করা হয়েছে, নোভেল করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪,৫৮৯ জনের। সরকারের বলা ‘সাড়ে ছয় শ’র থেকে বহু গুণ বেশি। তাইওয়ানের একটি সংস্থার কথায়, ‘‘টেনসেন্ট নামে ওই সংস্থাটি অনিচ্ছাকৃতভাবে হলেও আসল মৃত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করে ফেলেছে।’’ এদের ওয়েবপেজে আরো জানানো হয়েছে, সংক্রমণের পরে সুস্থ হয়েছেন মাত্র ২৬৯ জন। অনেকে এখনো বিশ্বাস করছেন, টেনসেন্ট ভুল করে তাদের রিপোর্টে ওই সংখ্যাটি লিখেছে। যদিও একাংশের মতে, তারা হয়তো বাস্তব পরিস্থিতিটাকে প্রকাশ্যে আনতে চাইছে। টেনসেন্ট এখনো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।
চীন বৃহস্পতিবার জানিয়েছে, তাদের দেশে রয়েছে এমন ১৯ জন বিদেশির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। তারা কোন দেশের বাসিন্দা, প্রকাশ করা হয়নি। বুধবার ৭৩ জন মারা গিয়েছেন। এক দিনে এত মৃত্যু এর আগে হয়নি।
নতুনসময়/আইকে