ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


৫০টি দেশে ছড়িয়ে পড়বে ভাইরাস !


৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৭

মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩০ এ। আক্রান্ত প্রায় ৩০ হাজারেরও বেশি। বাড়ছে আতঙ্ক। সাথে মৃত্যুর মিছিল। এই আতঙ্ক শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পরেছে বিশ্বজুড়ে। শিগগিরই বিশ্ব সম্প্রদায় করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে না এলে অন্তত ৫০টি দেশে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্তত ২৭টি দেশে ইতোমধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখনই প্রতিরোধ করা না গেলে অচিরেই অন্তত ৫০টি দেশে ছড়িয়ে পড়বে ভাইরাসটি। সংকট কাটিয়ে উঠতে আপাতত ৬শ’ ৭৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কর্মকর্তা টেডরোস আডহানোম গেবরিয়াসুস বলেন, এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসার। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমরা এই রোগ থেকে নিস্তার পাবো না। পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে দিন দিন। রাজনৈতিক, কারিগরি ও অর্থনৈতিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে উন্নত-অনুন্নত সব দেশকে।

থাইল্যান্ডে, সিঙ্গাপুরে তিনজন, তাইওয়ানে তিনজন, হংকংয়ে দুইজন, ম্যাকাওয়ে দুইজন, জাপানে দুইজন, ভিয়েতনামে দুইজন, দক্ষিণ কোরিয়ায় দুইজন ও যুক্তরাষ্ট্রে দুইজনের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।

নতুনসময়/আইকে