চীনে করোনার প্রথম সতর্ককারী চিকিৎসকের মৃত্যু

চীনে করোনাভাইরাসে ক্রমেই বাড়ছে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার একদিনে মারা গেছে ৭৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৬শ ৩৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩ হাজার ১৪৩ জন।
মৃত্যের তালিকায় আছেন, ভাইরাস নিয়ে প্রথম সতর্ককারী চীনের উহান সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসক লি ওয়েনলিয়াং। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানায়, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৬১ জন। চীন ছাড়াও ভারত- ফিলিপাইনসহ আরও ৩১ দেশে ছড়িয়েছে ভাইরাসের প্রাদুর্ভাব।
এদিকে, চীনের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে হংকংয়ে। আর জাপানের তীরে ভেড়া প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে থাকা ৩ হাজার ৭শর মধ্যে নতুন করে আরও ৪১ জন আক্রান্ত হয়েছে করোনায়। এ নিয়ে ঐ জাহাজের ৬১ জনের দেহে মিললো ভাইরাসটি।