ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


করনোভাইরাসের লক্ষন থাকায় ৬ জন ভারতীয়কে আসতে দেয়নি চীন


৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৭

করনোভাইরাস ছড়িয়ে পড়ায় চীনে আটকেপড়া ভারতীয়দের বিশেষ বিমানে করে ফিরিয়ে এনেছে দেশটির সরকার।

বোয়িং ৭৪৭ জাম্বো বিমানটি চীনের হুহান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় যাত্রীদের নিয়ে আসার সময় ওই ছয়জনকে নামিয়ে রাখা হয়।

বাকিদের নিয়ে শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে এটি দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ১৪ দিনের জন্য তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে পাঠানো হয়।

 

নামিয়ে নেয়া এক যাত্রী জানিয়েছেন, তারা যখন বিমানে উঠতে যাচ্ছিলেন, তখন প্রচণ্ড জ্বরে তাদের গা পুড়ে যাচ্ছিল। চেকআপের সময় তা বুঝতে পেরেই বিমানযাত্রী, পাইলট ও বিমানকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় তাদের ভারতে আসার অনুমতি দেয়নি চীন প্রশাসন।

সব মিলিয়ে রোববার পর্যন্ত করোনাভাইরাসে শুধু চীনেই ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।

যে হুবেইপ্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, সেখানে এখন পর্যন্ত ৯ হাজার ৭৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ২৯৪ জন।

চিকিৎসকরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে।

তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে। পরিণতিতে ঘটতে পারে মৃত্যু।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।

নতুনসময়/আইকে