'গরুর মূত্র ও গোবরে সারবে করোনা ভাইরাস'

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দু'শ ৫৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ১১ হাজার সাতশ ৯১ জন আক্রান্ত হয়েছেন। যদিও অভিযোগ উঠেছে, প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না চীন সরকার।
মহামারি আকারে ভাইরাসটি ছড়িয়ে যাওয়া ঠেকাতে এরই মধ্যে বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক উদ্ভাবন হয়নি।
অন্যদিকে হিন্দু মহাসভা প্রধান স্বামী চক্রপানি মহারাজ করোনাভাইরাসের চিকিৎসায় গরুর মূত্র ও গোবর ব্যবহারের কথা বলেছেন। ভাইরাসটি ঠেকাতে বিশেষ যজ্ঞ করার পরামর্শও দিয়েছেন তিনি।
চক্রপানি মহারাজ বলেন, গরুর মূত্র ও গোবর গ্রহণ করলে করোনাভাইরাসের প্রভাব বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি 'ওঁম নমঃ শিবা' বলবে এবং গরুর গোবর গায়ে মাখবে তিনি রক্ষা পাবেন। করোনা ভাইরাস মারতে শিগগিরই বিশেষ যজ্ঞ করা হবে।
নতুনসময়/আইকে