চীনের ওপর ভরসা, নাগরিক ফেরাবে না পাকিস্তান

বিপদের দিনে চীনের পাশ থেকে সরে যেতে চায় না পাকিস্তান। করোনাভাইরাসের আতঙ্কে ঘুম ছুটেছে চীন সরকারের। চীনের উহান প্রদেশেই সবচেয়ে বেশি করোনাভাইরাসের প্রকোপ।
এরই মধ্যে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৯২ জন। বিভিন্ন দেশ চীন থেকে নাগরিকদের ফেরাতে ব্যাপক তৎপর।
তবে বেইজিংয়ের এই দুর্দিনে পাশে রয়েছে ইসলামাবাদ। উহান প্রদেশে আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরানোর কোনো ব্যবস্থা করছে না পাকিস্তান প্রশাসন। বরং ‘সহমর্মিতা’ জানাতে পাকিস্তানি নাগরিকদের চীনে রাখারই সিদ্ধান্ত পাকিস্তানের।
চীনের পথেই হাঁটছে যুক্তরাজ্য। চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে সে দেশ। জানা গেছে, উহান প্রদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রায় আটশ পাকিস্তানি নাগরিক পড়াশোনা করেন।
পাকিস্তানের ডন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী জাফর মির্জা জানান, এখন আমাদের বন্ধু চীনের পাশে দাঁড়ানোর সময়। চীন থেকে কোনো নাগরিককে সরানো হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চীন যা সিদ্ধান্ত নিয়েছে আমরাও সেই সিদ্ধান্তে সহমত পোষণ করছি। চীনের এই দুর্দিনে আমরা পাশে আছি।
তিনি আরো বলেন, উহান প্রদেশে মহামারী রুখতে যথেষ্ট তৎপরতা নিয়েছে চীন সরকার। আর তাই এখনই উহান থেকে পাকিস্তানি নাগরিকদের সরিয়ে নিলে অন্য কোথাও ওই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
নতুনসময়/আইকে