বাগদাদে মার্কিন দূতাবাসে আবারো রকেট হামলা

ইরাকের মার্কিন দূতাবাসে আবারো রকেট হামলা চালানো হয়েছে। বাগদাদের গ্রিন জোনে মঙ্গলবার তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এর মধ্যে দুটি মার্কিন দূতাবাসের খুব কাছে এসে পড়লে সতকর্তা সাইরেন বেজে ওঠে। এই হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইরাক পুলিশের সূত্র দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
হামলার এই ঘটনায় এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দূতাবাস চত্বরে জরুরি সাইরেন বাজছে।
রয়টার্সকে ইরাক পুলিশ সূত্র জানিয়েছে, তিনটি রকেটই জাফারানিয়া জেলা থেকে ছোঁড়া হয়েছে। যা মূলত বাগদাদের বাইরে।
এই হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
গত ৩ জানুয়ারি বাগদাদে ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করে। তারপর থেকে বেশ কয়েকবার বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়।
নতুনসময়/আইএ