ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


'টানা হামলা চালাচ্ছে ভারত, চুপ থাকবে না পাকিস্তান'


২০ জানুয়ারী ২০২০ ০৮:০৩

সীমান্তে টানা হামলা চালাচ্ছে ভারত। আর এই হামলার জবাবে পাল্টা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি।

ইমরান খান বলেন, ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখা পার হয়ে দিনের পর দিন হামলা চালাচ্ছে। ওই হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হামলার মাত্রা ক্রমে বেড়েই চলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত এ নিয়ে ভারতকে সতর্ক করা। নিয়ন্ত্রণরেখার অন্যদিকে তারা যাতে হামলা না চালায় তা নিয়ে ভারতকে সতর্ক করা উচিত।

ইমরান খান আরও বলেন, আন্তর্জাতিক মহল ও ভারতকে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে টানা হামলা করা হচ্ছে। হামলা চলতে থাকলে পাকিস্তানের পক্ষে নীরব দর্শক হয়ে থাকা অসম্ভব।

নতুনসময়/আইকে