ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলা


১৯ জানুয়ারী ২০২০ ০১:১২

জেরুসালেমে আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলা করেছে ইসরাইলের পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) ফজরের নামাজের পরে মুসল্লিদের উপর এ হামলা চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন। নামাজের শেষে তারা ‘আল্লাহু আকবার’ শ্লোগান দিয়ে বের হওয়ার সময় বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ মসজিদে অবস্থানরত মুসল্লিদের উপর ব্যাপক হামলা চালায়।

এসময় বেশ কয়েকজন মুসল্লি গুরুতর আহত হন। ইসরাইলি পুলিশ জানায়, নামাজ শেষে শত শত মুসল্লি আল-আকসা এলাকায় বিক্ষোভ শুরু করে এস্থানের আদেশ লঙ্ঘন করেন। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নতুনসময়/আইকে